Call

সাময়িকভাবে ব্যাথা কমানোর জন্য 2টা ডিস্পিরিন ট্যাবলেট পানিতে গুলে খেয়ে নিতে পারেন, সেরে যাবে, পরবর্তীতে সমস্যা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হবেন। যে কোন ঔষধ ডাক্তার্র পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

আমার মনে হয় আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় নাই। তাই এমনটা হয়েছে। আর যদি বেশি সমস্যা দেখা দেয় তবে ডক্টরের পরামর্শ নিন এবং ঔষধ সেবন করুন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

নিচের নিয়ম অনুসরণ করে মাথা হালকা মালিশ করতে পারেন এবং নিচের কিছু কাজ করতে পারেন

  • আপনি হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী দিয়ে হালকা চেপে মাথার যেখানে ব্যথা সেখানে। আঙুল দিয়ে ব্যাথার স্থানে সাত থেকে ১৫ সেকেন্ড চেপে ধরে রেখে ছেড়ে দিন। এভাবে কয়েকবার করুন।
  • ১—২ চামচ আদার ১—২ চামচ তুলসী পাতার রস ও মধু মিশিয়ে দিনে দু’বার ২-৩ দিন পান করুন। মাথা ব্যথা কমে যাবে।
  • যখন মাথাব্যথা হবে তখন কপালে মুভ ব্যবহার করতে পারেন।
  • কিছু সময় ঘুমিয়ে নিন।
  • আদা মিশিয়ে চা পান করতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আপনার সমস্যাটি মাইগ্রেনের ব্যথা হতে পারে, সাধারণ ব্যথা হতে পারে,মস্তিস্কের প্রদাহের জন্য হতে পারে। * আপনি প্রতিদিন একটি করে আপেল খাওয়ার চেষ্টা করুন।  * প্রতিদিন সামান্য গরম পানিতে লেবুর রস ও বিট লবণ একত্রে করে দুইবেলা পান করুন। *প্রতিদিন দুইবেলা সামান্য গরম জলে লেবু ও আদার রস মিশিয়ে পান করুন। * ব্যথা বেশি করলে জলপাই তেল, সরিষার তেল বা নারিকেল তেল গরম করে মাথায় অথবা কপালে মালিশ করুন কয়েক মিনিট যাবত।  *গরম শেক দিতে পারেন। খুব বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১. আদাঃ মাথার রক্তনালীর প্রদাহ কমাতে সাহায্য করার মাধ্যমে মাথা ব্যথা দূর করতেও সাহায্য করে আদা। সম পরিমাণ আদার রস এর সাথে লেবুর রস মিশিয়ে দিনে এক বা দুই বার পান করুন। এছাড়াও ১ চামচ আদার পাউডার এর সাথে ২ টাবিল চামচ পানি মিশিয়ে কপালে লাগিয়ে কয়েক মিনিট রাখুন। অথবা ১/২ টুকরো আদা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। ২। পুদিনার রসঃ পুদিনার দুটি প্রধান উপাদান মেন্থল ও মেন্থন যা মাথা ব্যথা কমতে সাহায্য করে। একমুঠো পুদিনার রস কপালে লাগিয়ে রাখলে মাথা ব্যথা কমে। ৩। পিপারমেন্ট ওয়েলঃ পিপারমেন্ট ওয়েলে মেন্থল থাকে যা রক্তনালীর বাঁধা দূর করে, যার ফলে মাথা ব্যথা দূর হয়। ফুটন্ত পানিতে কয়েকফোটা পিপারমেন্ট এসেনশিয়াল ওয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটির ভাব প্রশ্বাসের সাথে গ্রহণ করুন কয়েক মিনিট যাবৎ। ৪। তুলসীঃ তুলসী পেশীকে শিথিল করতে পারে। মাসেল টেনশন দূর করার মাধ্যমে হালকা মাথা ব্যথা নিরাময়ে সাহায্য করে তুলসী। এছাড়াও এর শান্ত ও বেদনানাশক ভূমিকাও আছে। এক কাপ ফুটানো পানির মধ্যে ৩-৪ টি তাজা তুলসী পাতা দিয়ে কিছুক্ষণ রাখুন। এতে সামান্য মধু মিশিয়ে আস্তে আস্তে পান করুন। ৫। কাঠবাদামঃ কাঠ বাদাম, কাজু বাদাম, আখরোট ইত্যাদি বাদামে স্যালিসিন থাকে যা ব্যথা কমাতে সাহায্য করে। চিনা বাদাম এর অন্তর্ভুক্ত নয় কারণ এটি লিগিউম জাতীয়। বাদামের স্যালিসিন স্যালিসাইলিক এসিডে পরিণত হয় যা অ্যাস্পিরিনের মতোই কাজ করে। এছাড়াও বাদামে ম্যাগনেসিয়াম থাকে যা পেশীকে শীতল হতে সাহায্য করে। নিয়মিত বাদাম খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। যদিও এটি অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়। তাই মাথা ব্যথা শুরু হলেই কয়েকটি বাদাম খেয়ে নিতে পারেন। তবে মাইগ্রেনের ব্যথার ক্ষেত্রে বাদাম অকার্যকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি পর্যাপ্ত পরিমান ঘুমান। আর ডাক্টারের পরামর্শ অনুযায়ী মাথা ব্যাথার জন্য বেনগে আল্ট্রা ক্রিমটি ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
মাথা ব্যথা করলে করণীয় 
  • আদার চা পান  করুন।গ্রীণ টি ও মাথা ব্যথার জন্য ভালো।
  • লেবুর খোসা কেটে তা পেস্ট করে মাথায় লাগান।
  • তুলসী পাতার রস ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন।
  • আইস প্যাক মাথার উপর রাখুন।তবে যাদের ঠান্ডায় সমস্যা তারা করবেন না।
  • বেশি মাথা ব্যথা করলে ঘুম যান।
  • তবে বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Saiyankhan

Call

মাথা ব্যাথা হওয়া কিছু কারণ আছে যেমন অনেক সময় ভাল ঘুম না হলে মাথা ব্যাথা করে আবার অনেক সময় টেনশনে মাথা ব্যাথা করে আবার অনেক সময় জর হলে যে কোনো ব্যাথা করে বেশি ব্যাথা হলে ডাক্তার কাছে যেতে পারেন      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SasthoBarta

Call

পৃথিবীর প্রায় ১১ শতাংশ মানুষ মাইগ্রেনের ব্যথাতে ভূগে থাকে। মাইগ্রেনের ব্যথা খুবই অসহনীয় এবং এই রোগের সম্পূর্ণ নির্মূল করতে অনেক দিন সময় লাগে। মাইগ্রেনের ব্যথা মুলত মাথার যে কোন এক পাশে হয়ে থাকে এবং ধীরে ধীরে তা পুরো মাথাতে ছড়িয়ে যায়। এই ব্যথার কারনে মাথার ভিতরের ধমনী গুলো শুকিয়ে যেতে থাকে। তাছাড়া মাথার রক্ত নালীতে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ একটি পরীক্ষাতে পাওয়া যায় সারা বিশ্বের তুলনায় আমেরিকা বা যুক্তরাষ্ট্রে অধিকাংশ মানুষ প্রতিনিয়ত মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে দেখা গেছে ১৬ থেকে ৩৬ বছর বয়সের মানুষের মাইগ্রেনের ব্যথা বেশি হয়ে থাকে। মাইগ্রেনে আক্রান্ত হলে সেই রোগী নিস্তেজ হয়ে যাওয়া অধিক পরিলক্ষিত হয়। বিস্তারিত...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ