কেউ যদি আমার সাথে হাসি-তামাশা করে বা ধমক দিয়ে কিছু বললে তাহলেই রেগে যাই এবং তাকে রাগের মাথায় কিছু বলে ফেলি এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে সবসময় না। এখন আমি রাগ কট্রোল করবো কিভাবে।
আমি উত্তেজিত বা ভয় পেলে আমার শরীর প্রচন্ড কাঁপে। উত্তেজিত বা ভয় পেলেও হাতের আঙ্গুল সোজা করে রাখলে আঙ্গুল কাঁপে। তাছাড়া মেয়েদের সামনে গেলেও অনেক সময় শরীর কাঁপে। কিন্তু চেনা মেয়ে বা যাদের সাথে নিয়মিত কথা বলি তাদের সামনে গেলেনা। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো?
আমি দশম শ্রেণিতে পড়ি। কিন্তু আমি শুধুমাত্র গণিতে অনেক দূর্বল। গণিতে কোনমতে পাশ করাটাও অনেক কঠিন হয়েছে। এখন আমি কি করলে গণিতে ভালো করতে পারবো। আশা করছি উত্তম উত্তর পাবো