শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যাওয়ালঃ বিলোপ, বিলুপ্তি, পতন, অস্তগামিতা, সূর্য হেলার সময়, মধ্যাহ্ন, দ্বিপ্রহর। যাওয়াল হচ্ছে সূর্য ঢলার পূর্বে নামায। চাশতের নামায পড়ার পর ঠিক মাথার উপর সূর্য হওয়ার পূর্বে ৪ রাকআত নফল পড়া সুন্নত। অবশ্য সাধারণভাবে নফল নামায যেভাবে আদায় করতে হয় ঠিক তেমনিভাবে এই সালাত আদায় করা যায়। নফল নামায যেকোনো সূরা বা আয়াত দিয়ে পড়া যায়। সূর্য পশ্চিমে হেলে যাওয়ার সময় সালাত আদায় করা প্রসঙ্গেঃ আবূ মূসা মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) আবদুল্লাহ ইবনুুস সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিমে সূর্য হেলে যাওয়ার পর যোহরের পূর্বে চার রাকআত সালাত আদায় করতেন। বলতেনঃ এটা এমন সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সময়ে আমার একটি নেক আমল উত্থিত হোক তা আমি ভালবাসি। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ৪৭৮ হাদিসের মানঃ সহিহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ