Call

চার রাকাত নামাজ পড়ার নিয়মঃ ১।প্রথমে নামাজের নিয়ত করবেন আরবিতে অথবা না পাড়লে বাংলায়।তারপর "আল্লাহু আকবার" বলে নামাজ শুরু করবেন।আপনি যেহেতু ছেলে,তাই নাভি বরাবর হাত রেখে নিয়ত বাধবেন।যদিও এ ব্যাপারে মতভেদ আছে,তবে আমি আপনাকে আমাদের দেশে বেশিরভাগ মানুষ যে নিয়ম মানেন তাই বললাম।। ২।এরপর সানা পড়বেন।তারপর সুরা ফাতেহা পড়বেন।এরপরে,কুরআনের যেকোনো একটি সুরা বা একাধিক আয়াত পড়বেন।পড়া শেষে "আল্লাহু আকবার" বলে রুকুতে যাবেন।রুকুতে "সুবাহানা রাব্বিয়াল আ'জিম" এটি কমপক্ষে ৩বার পড়বেন,তবে ৫-৭বারও পড়তে পারেন।এরপর,"সামি আল্লাহ হুলিমান হামিদাহ" বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন।এরপর আবার "আল্লাহু আকবার" বলে সিজদায় যাবেন।সিজদাতে ৩বার অথবা ৫-৭বার "সুবাহানা রাব্বিয়াল আ'লা" পড়বেন।এরপর  "আল্লাহু আকবার" বলে সিজদা থেকে উঠে বসবেন(পিঠ সোজা করে)।এভাবে ২বার সিজদা দিবেন।তারপর আবার উঠে দাঁড়িয়ে আগের নিয়ম অনুসারে পড়ে ২ রাকাতের সিজদা শেষ হওয়ার পর বৈঠকে বসবেন।সেখানে ১বার তা'শাহুদ পড়ে আবার উঠে দাঁড়াবেন।৪ রাকাত সুন্নাত হলে উক্ত নিয়মে ৪ রাকাতের সিজদা শেষ হওয়া পর্যন্ত পড়ুন।আর যদি ৪ রাকাত ফরয হয় তবে প্রথম ২ রাকাত একই নিয়মে পড়ে ৩য় ও ৪র্থ রাকাতে দাঁড়িয়ে সুরা পড়ার সময় শুধু সুরা ফাতিহা পড়েই রুকুতে চলে যেতে হবে ও বাকি নিয়ম ঠিক থাকবে।তবে তিন রাকাতে কিন্তু বৈঠকে বসা যাবেনা। ৩।সবশেষে যখন ৪ রাকাতে সিজদা শেষে বৈঠকে বসবেন তখন ১বার তা'শাহুদ,১বার দরুদ শরীফ ও ১বার দোয়া'য়ে মাসূরা পড়ে ডান ও বাম কাঁধের দিকে "আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু" বলে অর্থাৎ সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন।এসব নিয়ম নিজে একা পড়ার ক্ষেত্রে। ৪।জামাতে পড়লে ইমামকে অনুসরণ করে পড়তে হবে। এত বড় উত্তর দেখে অন্য কিছু মনে করবেননা।একবার মনের মধ্যে তা ধারণ করতে পাড়লে খুব সহজ লাগবে।আমি মোটামুটি সব বিস্তারিত লেখার চেষ্টা করেছি।কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ