Call

প্রথম কথা হল যে, সমস্ত নামাযের ধরণ একই। চাই তা ফরজ, ওয়াজিব বা সুন্নাত হোক না কেন। এখন দু রাকাতে আসা যাক, প্রথমে তাকবিরে তাহরিমা বেধে সানা পড়তে হবে। অতঃপর সুরা ফাতিহা এবং অন্য একটা সুরা মেলাতে হবে। অতঃপর রুকু ও সেজদা সমাপ্ত করে উঠে পড়তে হবে। দিত্বীয় রাকাত প্রথম রাকাকের ন্যায় আদায় াররতে হবে। শুধু সেজদার পর বৈঠকে বসতে হবে তাশাহুদ, দরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামায শেষ করতে হবে। তিন রাকাতের ক্ষেত্রে, (ফরজ হলে ) শুধু দু রাকাতে সুরা মেলাতে হবে। (ওয়াজিব হলে, তার মানে বিতর নামায) তিন রাকাতেই সুরা মেলাতে হবে সাথে সাথে তৃতীয় রাকাতে দোয়া কূনুত পড়তে হবে। চার রাকাতের ক্ষেত্রে, ( ফরজ হলে) প্রথম দু'রাকাতে মেলাতে হবে পরের দু'রাকাতে সুরা মেলাতে হবে না। ( সুন্নাত হলে) সব রাকাতেই সিরা মেলাতে হবে এবং উপরিউক্ত পদ্ধতিতে নামায শেষ করতে হবে। বিঃদ্রঃ প্রথম দুরাকাত যেভাবে আদায় করতে বলা হয়েছে তার ধারাবাহিকতায় শেষের রাকাত গুলা সম্পন্ন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ