Md Ashif

Call

যত রাকাত মিস যাবে ইমাম সাব সালাম ফিরানোর পর আপনি সালাম না ফিরিয়ে ঐ রাকাত নামায আদায় করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইমাম হুজুর নামাজ শেষে সালাম ফেরালে তখন আপনি সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবেন এবং সুরা ফাতিহার সাথে যে কোন একটি সুরা মেলাবেন অতঃপর রুকু, সেজদা করে যথারীতি নামাজ শেষ করবেন। তাহাজ্জুত নামাজের উত্তম সময় হল শেষ রাতে। এ নামাজ দুই রাকাত করে সাধারন নামাজের মতো পড়তে হয় সব' নিন্ম চার রাকাত। এভাবে ৪,৬,৮ রাকাত যতই পড়বেন ততই ভাল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

*চার রকাত বিশিষ্ট নামায ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবেন। তারপর আপনি নিজে নামাজ পডবেন এভাবে, আপনার প্রথম রাকাতে অর্থাৎ ইমাম সাহেবের দিক ধরে দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ (আত্যাহিয়াতু) পরে দাড়াবেন অতঃপর তৃতীয় রাকাত শেষ করে চতুর্থ রাকাতে সালাম ফিরাবেন। * দুই রাকাত বিশিষ্ট নামায ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবেন। তারপর এক রাকাত নামায আপনি নিজে পরে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ