যদি চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে তিন রাকাত ইমামের পেছনে না পায়, তাহলে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের মধ্যে প্রথম দুই রাকাতে ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতেহা পড়বে। আর প্রথম রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবে। এরপর দ্বিতীয় রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে- (রদ্দুল মুহতার ১/৫৯৬) । ১) ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফেরানো শুরু করবেন, তখন আল্লাহু আকবার বলে উঠে দাড়াবেন। সানা, আউযুবিল্লা+বিসমিল্লাহ (এটা পড়া সুন্নাত) + ফাতেহা+ সূরা মিলিয়ে রুকু সিজদাহ করে বসে শুধু আত্তাহিয়াতু পড়ে আল্লাহ আকবার বলে দাড়াবেন। দুই রাকাত হয়ে গেলো। ২) ৩য় রাকাতে সুরা ফাতিহা + সুরা মিলিয়ে রুকু, সিজদাহ করে 'না বসে' ৪র্থ রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাড়াবেন।   ৩) ৪র্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়ে রুকু সিজদাহ করে আত্তাহিয়াতু, দরুদ, দুয়ায়ে মা'সুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ