KMIslan

Call

ল্যপটপ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এইরকম সমস্যা হতেপারে।  আপনি সেটআপ করে নিন।          

Talk Doctor Online in Bissoy App

প্রথমে মাই কম্পিউটার এ রাইট বাটন ক্লিক করে manageঅপশন  তারপর disk management এ আপনি আপনার ল্যাপটপের  হার্ডডিক্স কততুকু এবং পাটিশান কয়টি তা দেখতে পারবেন।।তারপর নিউ ভলিউম অথবা ফরম্যাট এর মাধ্যমে ফিরিয়ে অানতে পারবেন 

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

আপনার ল্যাপটপে আগে কি আরও ড্রাইভ ছিল? যদি থাকে তবেই আমার উত্তর কার্যকারী হবে আর আগেই ড্রাইভ না থাকলে মন্তব্য করবেন উত্তর লুকায়িত করব/

প্রথমে আপনার ল্যাপটপের মাই কম্পিউটার আইকনে মাউস রাইট বাটনে ক্লিক করে manage option এ যান। তারপর সেখান থেকে disk managment এ ক্লিক করুন। ডানপাশে আপনার সকল ডাইভ দেখতে পাবেন। সেখান থেকে যে ডাইভ শো করেনা সেই ড্রাইভের উপর মাউস রেখে ডান পাশে ক্লিক করুন। তারপর change drive letter and path এ ক্লিক করুন, সেখানে থেকে একটি lette যেমন D: সিলেক্ট করে দিন, ওকে করে বের হয়ে আসুন। দেখবেন তারপর ড্রাইভটি শো করছে, যতগুলো শো করছেনা সবগুলোর এমন ভাবে লেটার দিন। ব্যস কাজ শেষ। image image

Talk Doctor Online in Bissoy App