Call

যেহেতু আপনি এক রাকাত পেয়েছেন, তাই এরপর এক রাকাত আদায় করবেন এবং বৈঠকে বসবেন, অতঃপর আরো এক রাকাত আদায় করবেন এবং সালাম ফিরাবেন, এভাবে তিন রাকাত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাগরিব নামাজের শেষ রাকাত এর রুকু পেয়েছিলেন কি? যদি রুকু পেয়ে থাকেন তাহলে এক রাকাত পুর্ন হয়েছে। এবং বাকি দুই রাকাত নামাজ যেভাবে সমাপ্ত করবেন। মাসবুক ব্যক্তির নামাজ আদায়ের সঠিক নিয়ম হলো, সে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতেই নামাজে শরীক হবে। সালাম ফিরানো পর্যন্ত ইমামের অনুসরণ করবে আর শেষ বৈঠকে ধীরে ধীরে তাশাহুদ পড়বে, দরুদ ও দোয়া পড়বে না। এরপর ইমাম দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পর মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া বাকি নামাজ আদায় করবে। বাকি নামাজ আদায় করার নিয়ম হলো দাঁড়িয়ে প্রথমে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বে। যেহেতু তিন রাকাত বিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গিয়েছে এজন্য ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই সুরা-কেরাত মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবে, কেননা এ রাকাত বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত হিসেবে ধর্তব্য হবে, অতঃপর শেষ রাকাতে বসে 'তাশাহুদ, দরুদ, মাসুরা' পড়ে সালাম ফেরাবে। (রদ্দুল মুহতার ১/৫৯৬)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ