সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মুখের ত্বকের তুলনায় হাত পায়ের ত্বক অনেক বেশি কালো হয়ে থাকে। তবে এর বিপরীত সমস্যাটিও দেখা যায় যে হাত পায়ের তুলনায় মুখের ত্বক কালেঅ হয়ে থাকে। আমরা জানি যে ত্বক কালো বা ফর্সা মেলানিনের তারতম্যের কারণেই হয়ে থাকে। তারপরও ত্বকের এই অসামঞ্জস্যতা দূর করতে কিছু বাহ্যিক পরিচর্যা করা যেতে পারে। জেনে নিন এক্ষেত্রে আপনি কী করতে পারেন। - বিভিন্ন ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। - লেবু ত্বকের জন্য ভীষণ উপকারী। যে কোন ধরনের ফেস প্যাকেই আপনি লেবুর প্রয়োগ করতে পারেন। লেবু সহজেই কালো ছাপ দূর করবে। - মুখের কালো ছাপ দূর করতে হলে দুধের স্বরের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষন রাখার পরে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। - টমেটোর রসের মধ্যে অল্প হলুদ মিশিয়ে মুখে লাগান। ফল পাবেন। - আঙুরের রসের মধ্যে মধু মিশিয়ে মুখে লাগান। মুখের চমক বাড়বে। এছাড়াও, পাকা পেঁপে আপনার এই সমস্যা দূর করে দেবে। যদি মুখে কালো দাগ হয়ে যায় তাহলে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে মুখে লাগান। এই প্রলেপটা যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই প্রলেপটা লাগান। এই ভাবে তিন চার বার করুন। ২০ মিনিট লাগিয়ে রাখার পরে মুখটা ভালো করে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। এই ভাবে ১৫-২০ দিন আপনি ঐ প্রলেপটা লাগাতে পারেন আপনার মুখের কালো ছাপ অনায়াসেই দূর হয়ে যাবে। আর সবসময় মনে রাখবেন ত্বকের পরিচর্যা করতে হলে হাত-পা, মুখ একসাথেই পরিচর্যা করবেন। একটা ছেড়ে আরেকটা পরিচর্যা করলে এই অসামঞ্জস্যতা থেকেই যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ