শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নতুন এক গবেষণায় উঠে এসেছে প্রাণীরা বেঁচে থাকার তাগিদে কিভাবে নিজেরাই নিজেদের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সে তথ্যটি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞানী টিম কারো, ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির থিওডোর স্ট্যানকোইচ ও ডক্টর পল হ্যাভারক্যাম্প ১৮১ প্রজাতির মাংসাশী প্রাণীর তথ্য সংগ্রহ করেন। এদের অনেক গুলোই বেশ ছোট আকৃতির ও অন্য প্রাণীদের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। তারা দেখেন যেসব প্রাণী নিশাচর ও অন্য প্রাণীদের আক্রমণের শিকার হয়, তাদের দেহে এক ধরণের বিষাক্ত পদার্থ রয়েছে যা তারা স্প্রে পদ্ধতিতে শত্রুর দিকে ছিটিয়ে দেয়। অন্যদিকে যেসব প্রাণী দিনে চলাফেরা করে তারা সাধারণত দলবদ্ধভাবে থাকে, যেকারণে শিকারি পাখিরা তাদেরকে আক্রমণ করতে পারে না। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন mongooses ও meerkats সাধারণত দিনের বেলা বের হয়। আর এদের উপর চোখ থাকে শিকারি পাখিদের। যেকারণে এসব প্রাণী একসাথে চলাফেরা করে, সব গুলো প্রাণী আকাশের দিকে সতর্ক দৃষ্টি রাখে যেন কোন শিকারি পাখিকে উড়ে আসতে দেখা গেলেই দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া যায়। এছাড়া যেসব প্রাণী বেশিরভাগ সময় দলবদ্ধভাবে থাকে তারা কোন আক্রমণের শিকার হলেই নিজস্ব সাংকেতিক ধ্বনির মাধ্যমে দলের অন্য প্রাণীদের সতর্ক করে দেয়। এমনকি তারা এক সাথে হয়ে তাদেরকে আক্রমণকারী প্রাণীর উপর প্রতি-আক্রমণও করে। এ সংক্রান্ত গবেষণা Evolution জার্নালে প্রকাশিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ