সফ্টওয়ার নিয়ে কাজে মূলক প্রোগ্রামিং বেশি ব্যাবহার হয়। লক্ষ্য স্থির করা হলে আপনি আপাদত একটা সরকারি বা বেসরকারি ডিপ্লোমা কোর্স করুন। পলিটেকনিক্যালে পড়তে পারেন। এতে ৭৫% ধারনা আর বেসিক শিখে যাবেন। তারপর একটা ভাল ভার্সিটি দিয়ে আইটি নিয়ে এপ-ডেপলপার হয়ে কাজ শুরু করে দিন। মেধা কাজে লাগান হয়ে যাবে। প্রোগ্রামিং এর ওপর সব নির্ভর তাই মস্তিস্ক চালু এবং বুদ্ধিদিপ্ত থাকা আবশ্যক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ