আপনার পড়া লেখা চালিয়ে যান। এর মধ্যে কোনো ধরণে অর্থের সংকট হলে, যেমন মনে করেন রেজিস্ট্রেশন বা ফরম ফিলাপ করতে হবে এখন টাকার প্রয়োজন- এরকম সমস্যা থেকে বাচার জন্য আপনাকে আগে থেকেই প্রাইভেট পড়াতে হবে। এর থেকে যদি বড় ধরণের চাপ আসে, যেমন মনে করেন, ফ্যামিলি অসচ্ছলতার কারণে চাকরি করতে হবে, এরম অবস্থায়ও পড়া- লেখা চালিয়ে যাবেন অর্থাৎ চাকরিও করবেন পাশাপাশি পড়া-লেখাও করবেন। এরকম অবস্থায় চাকরি থেকে ছুটি হলে ক্লাশ করবেন আর পরীক্ষার সময় ছুটি নিয়ে পরীক্ষা দেবেন। যত বাধাই আসুক না কেন আপনি অটল থাকলে কোনো বাধা আপনাকে পড়া-লেখা থেকে বিচ্যুত করতে পারবে না। সব সময় সৃষ্টি কর্তার উপর ভর্সা রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি কিভাবে নিজের ক্যারিয়ার গঠন করবেন সেটা আপনি ভালো জানেন/বুঝেন। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তাদের প্রায়ই মধ্যেবিত্ত ছিলো আবার কেউ নিম্নবিত্তও ছিলো। তারা চেষ্টা করেছেন, সফল হয়েছেন। আবার কেউ কেউ শত চেষ্টা করেও সফলতার মূখ দেখেনি। সারকথা হলো আল্লাহ যাকে দিতে চান তাকে অল্প চেষ্টায় দেন আবার যাকে দেন না তিনি শত চেষ্টা করেও সফল হতে পারে না। তাই আল্লাহর সাহায্য কামনা করুন আর চেষ্টা অব্যাহত রাখুন।পাশাপাশি নিজের লক্ষ্যে ঠিক করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ