আপনি যদি ভালো ছাত্র হতে চান তবে আপনি প্রথমে সময়ের কাজ সময়ে করতে চেষ্টা করবেন।অযথা সময় নষ্ট করবেন না।আর অবশ্যই একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য হলো রুটিন মতো চলা এবং সময় মেনটেন করা।আপনি পড়া প্রতি আর সময়ের প্রতি একটু মনোযোগ দিবেন।আশা করি আপনি আদর্শ ছাত্র হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আদর্শ ছাত্রের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিদিনের পড়া প্রতিদিন শেখা । আপনারও আজ থেকে এই লক্ষ্যস্থির করা উচিত । নিজের প্রতি আত্মবিশ্বাস আনুন । এই চেষ্টা টা করুন যে , আপনি প্রতিদিন বিদ্যালয়ে যাবেন এবং প্রতিদিনের শিক্ষকের দেয়া পড়াগুলো আয়ত্ব করে ফেলবেন । ভালো ছাত্র হতে এই গুণটিই যথেষ্ঠ । যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় সেগুলোতে বাড়তি সময় দিবেন । আর কোন সাবজেক্ট কোন সময়/কতটুক পড়বেন তা ঠিক করে তৈরি করুন রুটিন । একটা সেকেন্ড সময়ও অপচয় করবেন না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ