ক্লাস নাইন হতেই প্রস্তুতি নিলে স্বপ্ন পূরণ সহজ হবে। অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে বুয়েটে পড়তে হলে। বেশি বেশি ম্যাথ,হায়ার ম্যাথ,ফিজিক্স, কেমিস্ট্রি চর্চা করতে হবে।অবশ্যই ইন্টারমিডিয়েট এও বিজ্ঞান বিভাগের হতে হবে।SSC ও HSC উভয়টাতেই Golden A+ থাকতে হবে।তাছাড়া math,H.math,physics ও chemistry তে বেশি দক্ষতা রাখতে পারলে তোমার স্বপ্ন পূরণ হবে। অবশ্যই নিজের উপর আত্ববিশ্বাস রাখবে,তবে সফলতা আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে হায়ার ম্যাথ সহ এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিষয়ে পড়তেই হবে।  বুয়েটের প্রশ্নগুলো একবারেই বেসিক জ্ঞান থেকে আসে। তাই ক্লাস নাইন- টেনের বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে এবং কোথায় থেকে কি হলো এইগুলো পড়তে হবে। সেই সঙ্গে ভালো রেজাল্ট থাকাতো অবশ্যই জরুরি বিশেষ করে সাইন্সের বিষয়গুলোতে A+ থাকা এসএসসিতে জরুরি এবং এইচএসসিতে বাধ্যতামূলক তার সঙ্গে ইংলিশেও প্লাস থাকা জরুরি। আর বুয়েটে সেই ছাত্রই পড়ার সুযোগ পাবে যার সকল বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। তাই আপনি আপনার পাঠ্যবইটা এবং সবগুলো টপিকস যদি ক্লিয়ারভাবে বুঝে পড়তে পারেন তাহলে বুয়েটের পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন।  তবে যেহেতু বুয়েটে সেরা ছাত্রগুলোই চান্স পায় তাই আপনারো সেই সেরাদের মতোই পড়ালেখা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ