Call

আপনি প্রতিদিন ৬/৭ঘন্টা করে পড়ুন। স্কুল এ নিয়মিত যাবেন। এবং স্কুলে যে গুলা করা বা যে পড়া গুলা দিবে সে গুলা করবেন নিয়মিত। প্রাইভেট এ যে গুলা করাবে সে গুলা বাসাতে চর্চা করবেন। এবং প্রতিদিন এর কাজ প্রতিদিন করে ফেলবেন। আপনাকে একটা গল্প বলি যে টা আপনাকে অনুপ্রেরণা দিবে অনেক টাঃ ২০১৮ s.s.c পরীক্ষাতে এক প্রতিবন্ধ ছেলে A+ পেয়েছে। ছেলেটির ২ হাত এবং ২ পা নাই সে কুনই দিয়ে লেখে এবং হুহল চেয়ার ব্যাবহার করে চলা ফেরার জন্য। তার বাসা বগুড়াতে বাবা মা ঢাকাতে চাকুরী করেন সে নানা বাড়ি থেকে s.s.c দিয়ে + পাইছে। সে সংবাদ কর্মীদের জানাইঃ সে প্রতিদিন ৬ ঘন্টা করে লেখা পড়া করতো। আপনি একটু ভেবে দেখুন সে কুনই দিয়ে আমাদের থেকে তাকে বেশি পরিশ্রম করতে হয়। সে প্রতিবন্ধ তাই হয়তো তার কোন প্রেমিকা নাই কিন্ত অনেক বন্ধু বান্ধব আছে। আপনাকে বলছি ঃ এই সময় এ কোন রকম রিলেশন এ জড়াবেন না। তাহলে আপনি যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর ফেসবুক সেটা তো একে বারে ছেড়ে দিন ব্যাবহার করা। আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয় ফেসবুকে গেলে। তাই যদি একাউন্ট থাকে তাহলে ডিএক্টিভ করে দিন। আশা করি আপনি উপরক্ত সব নির্দেশ গুলা মেনে চলবেন।

Talk Doctor Online in Bissoy App

আমি আপনাকে বেশী কিছু বলবো না শুধু বলবো গনিত ও ইংলিশের পিছনে সময় নষ্ট না করে আপনি 6 টা সহজ সাবজেক্টে বেশী সময় দিবেন । গনিত ও ইংলিশ এ খালি পাশ মার্ক তুলবেন আর 6 টাতে পাশ তুলবে আপনার A+ আসবেই

Talk Doctor Online in Bissoy App
Porimolroy

Call

আপনাকে ৮~১০ ঘন্টা পড়াশুনা করতে হবে কিন্তু পড়লেই হবে না মনোযোগ সহকারে পড়তে হবে *বিশেষজ্ঞদের মতে বেশী রাত না জেগে ১১টার মধ্যে শুয়ে পড়বেন এবং যথাসম্ভব ভোরে উঠবেন *আদর্শ শিক্ষাথীর বৈশিষ্ট্য নিয়মিত ক্লাস করা তাই নিয়মিত ক্লাস করে হবে *বিকালের দিকে পদার্থ/রসায়ন/গনিতের গানিতিক অংশ করতে পার*প্লাজ পেতে ফোন টিপাটা কমাতে হবে *বন্ধুরা মিলে গ্রুপ স্টাড করলে ভুল গুলো সুধরানো সম্ভব *পাঠ্য বই বেশি পড়বে

Talk Doctor Online in Bissoy App