রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বিসিএসে অাপনাকে অনেক সহায়তা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়লে অাপনার বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার কমপক্ষে ২০% প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে। আর বিসিএস একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিসিএস পরীক্ষার জন্য বাজারে MP3 সিরিজ এবং প্রফেসর প্রকাশনীর বই অাছে। যে কোন একটি সিরিজের বই কিনে পড়া শুরু করে দিন। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করুন। সেই সাথে ক্লাস ফোর থেকে ক্লাস টেনের গণিত বইয়ের সকল অংক বুঝে শুনে করুন। নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান,বাংলাদেশ ও বিশ্বপরিচয়,অাইসিটি বইগুলো ভালোভাবে পড়ুন। প্রফেসর প্রকাশনীর জব সলিউশন বই থেকে প্রতিদিন একটি মডেল টেস্ট সমাধান করুন। নিজেকে অাপডেট রাখার জন্য প্রতিমাসে কারেন্ট অ্যাফেয়ার্স/কারেন্ট নিউজ পড়ুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ