শেয়ার করুন বন্ধুর সাথে
NH Shohel

Call

>একটি প্রতিষ্ঠানের বাইরের সব শক্তি যা সরাসরি বা পরোক্ষভাবে এর বাজারজাতকরণের কার্যাবলীকে প্রভাবিত করে তাকে বাজারজাতকরণ পরিবেশ বলা হয়।

>বাজারজাতকরণ পরিবেশ এর অন্তর্ভূক্ত হলো অভ্যন্তরীন উপাদানসমূহ যেমন: কর্মচারী, গ্রাহক, শেয়ার হোল্ডার, পাইকার এবং পরিবেশক, প্রভৃতি এবং বাহ্যিক উপাদানসমূহ যেমন: রাজনৈতিক, আইনগত, সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক, প্রভৃতি যা একটি ব্যবসাকে ঘিরে থাকে এবং এর বাজারজাতকরণ কার্যাবলীকে প্রভাবিত করে।

>অ-বাজারজাতকরণ প্রভাবকসমূহের সমষ্টি যা একজন বাজারজাতকরণ ব্যবস্থাপকের কাঙ্খিত গ্রাহকদের সাথে সুসম্পর্ক গঠণ করার এবং বজায় রাখার সাফল্যের ওপর একটি প্রভাব ফেলে তাকে বাজারজাতকরণ পরিবেশ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ