NH Shohel

Call

>যে বাজারজাতকরণ গতিপথে প্রতিষ্ঠানসমূহের সম্পর্ককে আইনগত চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক করা হয় তাকে চুক্তিগত উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলা হয়।

>চুক্তিগত উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা হলো একক প্রতিষ্ঠানসমূহের দ্বারা গড়ে ওঠা একটি গতিপথ ব্যবস্থা যেখানে প্রত্যেক প্রতিষ্ঠান ভিন্ন গতিপথ সদস্য হিসেবে কাজ করে এবং তাদের কার্যাবলীকে চুক্তির ভিত্তিতে একীভূত করে। এটা প্রত্যেক সদস্যের কাজ একীভূত করার মাধ্যমে তাদেরকে উৎপাদন খরচ কমাতে সাহায্য করে। এজন্য এদেরকে মূল্য-সংযোজন অংশীদারীত্বও বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ