NH Shohel

Call

>যে বাজারজাতকরণ গতিপথে একটি প্রতিষ্ঠান গতিপথের সব পর্যায়ের অধিকারী হয় তাকে কর্পোরেট উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলা হয়।

>যখন বাজারজাতকরণ গতিপথের সদস্যরা বিভিন্ন স্তরে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং তার দ্বারাই পরিচালিত হয় তাকে কর্পোরেট উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলে।

>কর্পোরেট ভিএমএস বলতে বিতরণ গতিপথ আয়োজনের একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীদের পর্যন্ত পণ্যসমূহের ক্রমানুযায়ী প্রবাহ ব্যবস্থাটির বিভিন্ন স্তরের একটি সাধারণ মালিকানার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ