Rubidium

Call

এমআরআই (MRI) হলো Magnetic Resonance Imaging.এটি এমন যন্ত্র যা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করার মাধ্যমে কাজ করে।তাছাড়া এটিতে শক্তিশালী তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ উৎপন্ন করা হয়।রোগীকে চৌম্বকক্ষেত্রের ভিতরে রেখে এই তরঙ্গ প্রয়োগ করা হয়।তখন শরীরের পানির অণুর হাইড্রোজেন পরমাণুর প্রোটন একদিকে ঘুরে যায়।এই তরঙ্গ থেকে শক্তি নিয়ে প্রোটনগুলো আরেক দিকে ঘুরে যায়।তখন ফিরে আসা সংকেত বিশ্লেষণ করে কম্পিউটারে প্রতিবিম্ব তৈরি করা হয়।মূলত শরীরের সব অংশেই এমআরআই করা হয়।পেশি,টিস্যুর ক্ষত,আঘাত,ছিড়ে যাওয়া,টান ধরা সবকিছু শনাক্ত করতে এমআরআই করা হয়।