RushaIslam

Call

এস জি পি টি হল একটি রক্তের টেস্ট যা রোগের প্রকৃত কারণ সনাক্ত করার জন্য করা হয়।নানান কারণে রক্তে sgpt এর মাত্রা বেড়ে যেতে পারে যেমন দেহ তার প্রয়োজনীয় গ্লাইকোজেনের সঞ্চয় করতে না পারা, লিভারের সমস্যা,পিত্তরসেরর কমবেশি ইত্যাদি।  রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন,অতিরিক্ত মানসিক চাপ পরিহার করুন,জল পান করুন পরিমিত, কাচা শসা এবং কাচা পেপে সালাদ হিসেবে খেতে পারেন। নিজেকে রোগমুক্ত রাখার চেষ্টা করুন,এতে রক্তে এস জি পি টি এর মান নিয়ন্ত্রণে থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ