উক্ত এনার্জি বাল্ব এর ভিতরের সার্কিটে সমস্যার কারনে এমনটা হচ্ছে। এক্ষেত্রে আপনি বাল্বটি সাবধানে সকেট থেকে খুলে আপনার আশেপাশের কোনো ইলেক্ট্রিশিয়ান বা ইলেক্ট্রনিক সার্ভিসিং পয়েন্টে নিয়ে গিয়ে বাল্বটি ঠিক করিয়ে নিতে পারেন। তবে ভাল এটাই হবে যে আপনি উক্ত বাল্বটি পরিত্যাগ করে নতুন একটি বাল্ব কিনুন কারন ঐসকল বাল্ব ঠিক করতে প্রায় বাল্বের অর্ধেক টাকায় খরচ পড়বে এবং বাল্বের সার্কিটে নতুনভাবে পার্টস লাগানোর করণে উক্ত বাল্ব দীর্ঘস্থায়ী হয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ