এটি বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে।যেমন কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হওয়া।এরফলে মলদ্বার (Rectum) ছিলে যায়।আবার কৃমির উপদ্রব হলে এমনটা মলদ্বারে হতে পারে।আপনি ইসবগুলের ভূষি খান।পায়খানা নরম হবে।আর কৃমির জন্য একটা Albendazole 500mg রাতে ভরাপেটে খেয়ে নিন একটা।তিন মাস পরপর খাবেন।তাছাড়া পানি খান বেশি।এতে কোলন আদ্র থাকবে।মলদ্বার শুষ্ক হবেনা।
একাদশ ভর্তিতে অনলাইন আবেদনে কি কি কাগজপত্র লাগবে?মার্কশিট কি লাগবে?কপি নাকি মূল মার্কশিট লাগবে?বিস্তারিত জানান।
এই ম্যাসেজ নিয়ে সমাজসেবা অফিসে যান।না হলে ফোন করুন।
এটা আসলে একধরণের বিশেষত্ব।যা আইন পাশ করে করা হয়েছে।সকল মহানগর বা মেট্রোপোলিটন পুলিশদের পোশাক এইরকম হালকা টিয়া কালারের।এটা একটা নিয়ম।মেট্রোপোলিটন পুলিশদের বিশেষভাবে উপস্হাপনের জন্য এই পোশাক দেওয়া হয়।
এই বদকাজের ফলে শরীর থেকে প্রচুর পুষ্টি বেরিয়ে যায়।যার ফলে শরীরের হাড় পেশি সব দুর্বল হয়ে যায়।শরীর শুকিয়ে যায়।একটা জিনিস বোঝেন মানুষ ঘন বীর্জ তৈরির জন্য পুষ্টিকর খাবার খায়।মানে পুষ্টিবিদরা এইরকম খাবার খেতে বলে।এর মানে হলো পুষ্টির সাথে শরীরের বীর্য উৎপাদনের গভীর সম্পর্ক রয়েছে।তাই হস্তমৈথুনের ফলে শরীর থেকে পুষ্টিও বলতে গেলে বের হয়ে যায়।তাই আপনি বেশি বেশি দুধ ডিম খান।ফল খান।আর হালকা ব্যয়াম করুন প্রতিদিন।তাছাড়া সকালে ছোলাবুট খান।খুব কাজে দিবে।তাছাড়া কাঠবাদাম ও কিসমিস খান।
ক্যারাটি শিখতে হলে কয়মাস শিখতে হবে?কি কি করতে হবে?কোন সমস্যা আছে কিনা?এখনই জানান