Call

রাতে পড়তে গেলে ঘুম প্রায় সকল এর ই আসে। তবে আমি কিছু ব্যাতিক্রম কাজ করি যা আপনি করতে পারেন। অতিরিক্ত ঘুম আসলে, মুখে পানির ঝাপটা দিবেন। চুইংগাম চেবাতে পারেন,( আমার কাছে মনে হয় চুইংগাম চিবালে আমার ঘুম আসে না)। যখন ঘুম আসবে তখন দাঁড়িয়ে পড়বেন,,,হেটে হেটে পড়বেন,।মাঝে মাখে নেচে নেচে ও পড়বেন মানে পা দুলাতে থাকবেন এবং বই হাতে নিয়ে পড়তে থাকবেন। ২/১ বার বুক ডন দিবেন। কফি খাবেন ( কফিতে ক্যাফেইন থাকে যা ঘুম কমাই)। তাঁর পর ও যদি না হয় তাহলে আম্মা কে নিজের রুমে ডেকে এনে আপনার বিছানাতে বসতে অথবা ঘুমাতে বলবেন এতে করে কিরে কিছু টা হলেও উপকার পাবেন।( উক্ত কাজ গুলা আমি নিজে করি রাতে পড়তে বসলে তবে আম্মাকে রুমে তখন ই ডেকে আনি যখন পরীক্ষার কয়েক মাস সময় থাকে এবং পড়ার অনেক চাপ তবে আমি গভীর রাত পর্যন্ত না পড়ে রাত ১১ টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ি এবং ভোর বেলা যত দ্রুত সম্ভব উঠে পড়া শুরু করি) আশা করছি আপনার সুবিধা মত উপরক্ত নিয়ম গুলা ফলো করলে উপকার পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
ঘুম থেকে নিস্তার পেতে বিস্ময়ের এই প্রশ্নটি লক্ষ্য করু তাহলে আশা করা যাই আপনি ঘুম থেকে নিস্তার পেতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ঘুম না আসার জন্য আপনি মাঝে মাঝে চোখে পানির ছিটা দিতে পাড়েন এবং একটু পরপর হাটাহাটি করতে পারেন।এতে ঘুম না আসারি সম্ভাবনা বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ