Call

লাইট অ্যাপসে আপনি নিম্নমানের ফোনে দ্রুত গতিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন কিন্তু ফেসবুক অ্যাপসে স্লো হবে চালাতে বিরক্তবোধ করবেন।ফেসবুক অ্যাপসে মোবাইলের ব্যাটারি ড্রেন হয় বেশি লাইটে হবে না।ফেসবুক অ্যাপস মোবাইলের র্যামের জায়গা দখল করে মোবাইল ধীরগতি করে দেয় কিন্তু লাইটে অ্যাপসে হবে না।ফেসবুক অ্যাপস ফোন মেমরির অনেক জায়গা দখল করে যা ফেসবুক লাইট করে না ।তাছাড়া বড় পার্থক্য হল ফেসবুক লাইটের থেকে ফেসবুক অ্যাপসে বেশি এমবি খরচ হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ