Call

যোহর আর জুমার নামাযে প্রধান পার্থক্য হচ্ছে যে, জুমার নামাযে খুতবা দেওয়া হয় কিন্তু যোহরের নামাযে খুতবা দেওয়া হয় না। জুমার নামাযে দুইবার আযান দেওয়া হয় কিন্তু যোহরের নামাযে একবার। জুমার নামায সাপ্তাহে একবার আর যোহরের নামায সাপ্তাহে ছয়বার পড়া হয়। তাছাড়া, জুমার ফরয নামায দুই রাকা'য়াত আর যোহরের ফরয নামায চার রাকা'য়াত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ