সাধারণত সুলতান ও বাদশাহ মুসলিমদের ক্ষেত্রে ব্যবহৃত হয় । সম্রাট সকলের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে । আর রাজা পদটিও সকলের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে । তবে সাধারণত রাজা পদটি সুলতান, বাদশাহ ও সম্রাট থেকে কিছুটা নিম্নমানের । বিঃদ্রঃ ক্ষেত্রবিশেষে অন্যরকমও হতে পারে । আর সুলতানা সুলতানের, বেগম বাদশাহর, সম্রাজ্ঞী সম্রাটের ও রানী রাজার স্ত্রীবাচক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ