Jobedali

Call

আপনার পুরো প্রসবের সময়টাতে কোন প্রকার ব্যথা অনুভব করা ছাড়াই আপনি প্রসব করতে পারবেন।

আপনার এনেস্থেসিওলোজিস্ট যে কোন সময়ে ওষুধের মাত্রা এবং ওষুধ পরিবর্তন করতে পারবেন। এই নিয়ন্ত্রণটা হাতে থাকা জরুরী, কেননা আপনার প্রসব যখন শুরু হবে এবং শিশু জন্ম নালীতে এসে পৌঁছে যাবে, তখন আগের পরিমাণে ওষুধ হয়ত কাজ নাও করতে পারে, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আপনি ব্যথা অনুভব করা শুরু করতে পারেন।তখন খুব সহজেই ওষুধের পরিমাণ বাড়িয়ে তা নিয়ন্ত্রণ করা যায়।

এই এইডিউরিয়াল পদ্ধতি শুধুমাত্র শরীরের নির্দিষ্ট কিছু অংশে কাজ করে, তাই প্রসবের পুরো সময়টা আপনি সচেতন থাকতে পারবেন। আর যেহেতু আপনি সম্পূর্ণ ব্যথা মুক্ত থাকবেন তাই আপনি কিছুটা সময় বিশ্রাম নিয়ে প্রসবের পরবর্তী অংশের জন্য শক্তি অর্জন করে নিতে পারবেন।   

এই পদ্ধতি অন্যান্য অবচেতন কারি ওষুধের মত নয়, কেননা আপনার শিশুর শরীরে এই পদ্ধতির মাধ্যমে কোন প্রকার ওষুধ প্রবেশ করে না বললেই চলে। যে পরিমাণে করে সেটা একদমই ক্ষুদ্র এবং নগণ্য।

এপিডিউরাল পদ্ধতির ক্যাথেটারটি শরীরে লাগানো থাকলে যদি কোন কারণে সিজার করার প্রয়োজন হয় বা প্রসবের পর কোন জটিলতা দেখা দিলে, এর মাধ্যমে এনেস্থেশিয়া প্রয়োগ করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ