Jamiar

Call

ধন্যবাদ প্রশ্নের জন্য।

আপনি প্রথমত একজন গাইনি চিকিৎসক এর কাছে আপনার স্ত্রীকে নিয়ে যান এবং কিছু টেস্ট ও আল্ট্রা করে নিশ্চিত হোন ওনি সুস্থ্য কিনা।এছাড়াও আপনিও একজন যৌন বিভাগে ডাক্তারের কাছে যাবেন।

আপনাদের সমস্যা থাকলে তা সেয়ার করবেন।

আর হ্যা আপনারা বাচ্চা নিবেন বা নিতে চাইলে অবশ্যই আমার এই উত্তর টি পড়বেন ও নিয়মিতভাবে ওসব মেনে চলবেনে।

কিভাবে বাচ্চা নিতে হয়?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রশ্ন যদি উল্লেখ করতেন প্রটেকশন  Method হিসাবে কি ব্যাবহার করেছেন তাহলে উত্তর দিতে সুবিধা হত। 

আমাদের দেশের ৯৫% বিবাহিতা মেয়ে পিল সেবন করে Contraception Method হিসাবে কিন্তু এই পিল যে কত টা ক্ষতিকর তা তাদের জানা নাই। এই পিল কে নিরব ঘাতক বা বিষ হিসাবে ধরা হয়। 

বিয়ের পরে বাচ্চা না হওয়ার মূল কারণ হিসাবে পিল সেবন কে ধরা হয়।  পিল সেবন করার ফলে হরমোনাল সমস্যা হয় কারণ পিল দেহের হরমোন ঠিক মতো Produce হতে বাধা দেয় এবং গর্ভধারণ এ বাধা দেয়। মেয়েদের কে মোটা হতে সাহায্য করে এবং নানা রকম রোগ সৃষ্টি তে সহায়তা করে। খেয়াল করলে দেখবেন অনেক কাপাল ট্রাই করেও বাচ্চা নিতে পারছে না পিল সেবনের ফলে। 

  

এখানে স্বামী & স্ত্রী কাউকেই দ্বায়ী করা যাবে না। আবার যদি কাউকে দ্বায়ী করেন তাহলে ২ জন ই সমান ভাবে দ্বায়ী তাই আমি বলবো এখানে কারো সমস্যা নাই শুধু বুদ্ধির একটু ভূল ছিলো     । 


চিন্তিত না হয়ে এক জন মহিলা গাইনী ডাক্তারের পরামর্শ নিন এবং দ্রুত পিল সেবন করা বন্ধ করে দিন।                  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ