Jamiar

Call

পেটে ব্যথার কারন কিন্তু গ্যাস্ট্রিক হয়ে থাকে, এছাড়াও পাকস্থলী সংক্রান্ত সমস্যা বা কোষ্ঠকাঠিন্য বা আমাশয় হলেও পেটে ব্যথা হয়।যেহেতু আপনার কোন সমস্যা ধরা পরে নি সেক্ষেত্রে হতে পারে এটি গ্যাস্ট্রিক এর ব্যথা কাজেই আপনি প্রথমত গ্যাস্ট্রিক থেকে সাবধন থাকুন অর্থাৎ গ্যাস্ট্রিক এর ট্যাবলেট খেতে পারেন এছাড়াও ইসুবগুলের ভূসির সর্বত কিন্তু খুব ভালো কাজে দিবে। তা নিয়মিতভাবে খেতে পারেন খালিপেটে। 

বাশিখাবার,খোলা খাবার,ভাজাপোড়া, তেলেভাজা খাবার, তেলের খাবার চর্বিযুক্ত খাবার, এছাড়াও গ্যাস্ট্রিক করে এমন খাবার পরিহার করতে হবে।এছাড়াও প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শে প্রেসক্রিপশন করে নিন।


আশা করি সুস্থ্য থাকবেন।


ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ