১/৩/২০ মাসিক হবার কথা কিন্তু ২৮/২/২০ তারিখে শুরু হয় ..খুব পাতলা,২৯/২/২০ তারিখ বেশ ফ্লো দিয়ে হয়েছে কিন্তু রাত্রে আর হয় নি ..আবার ১/৩/২০ তারিখ সকালে অল্প অল্প হয়েছে ... এরকম কেন হচ্ছে ....আগে কোন মাসে হয়েছে তবে রেগুলার ৩ দিন অল্প অল্প হয়েছে কিন্তু এমন থেমে থেমে আগে কখনও হয় নি .....ওর খুব পেট, তলপেট , কোমর ,থাই খুব ব্যাথা যন্ত্রনা করছে ... এরকম কেন হচ্ছে ..? প্রেগনেনিস না তো .. প্লিজ বলেন....প্লিজ বলেন....


শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

না। ওনি প্রেগন্যান্ট নন। আর এরকম হতে পারে রক্তশল্পতা কারনে ভিটামিন ও আয়রনের কারনে তাছাড়াও মানুসিক দুশ্চিন্তা বা হতাশ হওয়ার কারনেও এরকম হতে পারে। তবে ওনাকে একজন গাইনি চিকিৎসক এর কাছে নিয়ে যান।

পানি বেশি খেতে বলুন,পুষ্টিকর খাবার ও ব্যয়াম করতে বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ