Call

বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বয়স টা একটু প্রিফার করে।মানে বয়স বেশি হয়ে গেলে বাচ্চা কনসেপ্ট হতে চাই না। কিন্তু আল্লাহ্ যদি চান তাহলে আপনারা বাচ্চার মা,বাবা হতে পারেন। সে জন্য আপনাদের আল্লাহ্ তালার কাছে ফরিয়াদ করতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। এই বিষয় এ বিস্তারিত জানার জন্য প্রথমে এক জন মহিলা গাইনি চিকিৎসকের পরামর্শ নিন। আশা করছি সমাধান পাবেন।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

আসলে মহিলাদের ৪৫ + বছর বয়স থেকেই তাদের মিন্স চক্র বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও আপনি বেবি নিতে পারবেন।তবে আপনার বয়স অনুযায়ী সঠিক সময়ে বা সঠিক ভাবে ডিম্বপাত হয় না যার কারনে মিন্স ২/১ মাস পর পর হয়। যাইহোক এই বয়সে বেবি নেওয়াটা উচিৎ হবে কিনা ভালো করে আপনার স্বামীর ও আপনার পরিবার এর সাথে আলোচনা করে নিন। কেনো না বেবির ভরন পোসন ও লালন পালনেরও একটা বিষয় আছে। 

সুতারাং ভেবে চিন্তে কাজ করবেন। আর হ্যা বেবি নিতে চাইলে মিন্সের ৯তম দিন থেকে মিলন করবেন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ