শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নারী হচ্ছে একটা লিঙ্গ। পুরুষের বিপরীত লিঙ্গ নারী। 


মহিলা হচ্ছে নারীর জীবনের বয়সগত একটা স্তর। 


একজন নারী জন্মের পর বিভিন্ন বয়স পার করে। জন্মের পর সাধারণত নবজাতক, একমাস পর শিশু বলা হয়। কিছু বছর পর বালিকা, এরপর কিশোরী। এরপর আসে যৌবন বা তারুণ্য, সাধারণত তারুণ্য শেষে মধ্যবয়সে প্রবেশ করার পর নারীকে 'মহিলা' সম্বোধন করা হয়। অনেকসময় মাতৃত্বের সাথেও এই সম্বোধন আগেপিছে হতে পারে। এরকোনো নির্দিষ্ট বয়স নেই, শুধুই কথ্যভাষার জন্য। 


একারণে সকল মহিলা নারী হলেও সকল নারী মহিলা নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ