Jamiar

Call

ভাই ব্লেডের চেয়ে লোম রিমুভার ক্রিমে ক্ষতিকর বেশিই।আপনি ব্লেড দিয়ে অবাঞ্চিত লোম পরিস্কার করেন এবং পরিস্কার এর পর চুলকানি হয় ও গোটা উঠে এর কারন ব্যাক্টেরিয়া সংক্রামন। অর্থাৎ নিয়ম যে ব্লেড জীবাণু মুক্ত করা। আর তার জন্য ব্লেডটি  লবন মিশানো গরম পানিতে দিয়ে গরম করে তার পর ঠান্ডা করে উক্ত ব্লেড টি ব্যবহার করা।তবে অবশ্যই ব্লেড যেনো নতুন ও ধারালো হয়।

যদি এরকম করতে না পারেন তাহলে অবশ্যই যেনো সেটি নতুন ব্লেড হয়। এবং নতুন ধারালো ব্লেড দিয়ে অবাঞ্চিত লোম পরিস্কার এর পর ফিটকিরি লাগিয়ে নিবেন। এবং নিয়মিতভাবে নারকেল তেল গোপনাঙ্গের আশেপাশে ব্যবহার করুন তাহলে ইনশাল্লাহ আর চুলকানি বা গোটা হবে না।

ত্তম হবে এই পদ্ধতি অবলম্বন করুন। অনুথায় ভুলেও রিমুভার ক্রিম লাগাবেন না। এতে ত্বকে চুলকানি সহ ত্বক কালো হয়ে যাবে।যা অসহ্য কর ও বিশৃ দেখাবে।

ধন্যবাদ। প্রশ্ন করার জন্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ