Jamiar

Call

বীর্য গাঢ় ঠিকাছে কিন্তু হলুদ রং এর বীর্য কখনোই সুস্থ্যতার ঈঙ্গিত নয়। এটি ইউরিন ইনফেকশন এর কারনে হতে পারে তাই দ্রুত ওনাকে যৌন বিশেষজ্ঞ চিকিৎসক এর কাছে চিকিৎসা নিতে বলেন।

আসলে কখনও কখনও অন্তর্নিহিত অবস্থার কারণে লাল, সবুজ, বাদামী, গোলাপী বা হলুদ রঙের অস্বাভাবিক রঙিন বীর্য উৎপাদন, উদ্বেগের কারণ হতে পারে।

বীর্যের রঙ হলদেটে-সবুজ হলে এটি প্রস্টেট ইনফেকশনের লক্ষণ হতে পারে। যখন মূত্রের ব্যাকটেরিয়াগুলি প্রস্টেটে প্রবেশ করে তখন প্রস্টেট ইনফেকশন হয়। এর লক্ষণগুলি হল, ঘোলাটে মূত্র, পিঠের নীচের দিকে ব্যথা, ঘন ঘন মূত্রত্যাগ হয়।

হলুদ বীর্য হওয়ার লক্ষণ

  • ক) জ্বর 
    খ) ব্যাথা 
    গ) যৌন ক্রিয়ায় সমস্যা 
    ঘ) মূত্রতে রক্ত

বেশিরভাগ ক্ষেত্রে, হলুদ বীর্য অস্থায়ী এবং সাধারণত নিজে থেকেই ঠিক হয়ে যায়। যদি এক সপ্তাহের বেশি সময় ধরে বীর্য হলুদ থাকে তবে, চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় এন্টিবায়োটিক সেবন করান।

যদি ওনার আসলেই ইউরিন ইনফেকশন বা হরমোনাল এর কারনে এরকম হয় তাহলে বাচ্চা জন্ম নেওয়া সম্ভব হবে না। কারন পুরুষের ইনফেকশন নারীর জরায়ুতে গেলে নারীর জরায়ুতেও ইনফেকশন হতে পারে ফলে গনোরিয়ার মত খারাপ রোগ হতে পারে তাই মিলন বন্ধ করুন ও ওনাকে চিকিৎসা নিতে বলেন।

ধন্যবাদ । প্রশ্ন করার জন্য।
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ