Share with your friends
Call

বাজারে যে তরল বা কোমল পানীয় যেমন- ফান্টা, মেরিন্ডা, কোকাকোলা, স্প্রাইট, জুস ইত্যাদি পাওয়া যায় তা পান করা কিন্তু জায়িয নেই। কারণ সেসব কোমল পানীয়ের মধ্যে কমপক্ষে ৫% অ্যালকোহল অর্থাৎ মাদকদ্রব্য মেশানো থাকে।ইসলামে বা শরীয়তে সর্বপ্রকার মাদকদ্রব্য খাওয়া বা পান করা হারাম। কেউ বলতে পারে, ৫% তো সামান্য পরিমাণ, এতে অসুবিধার কি আছে! তার জাওয়াবে এতটুকু বলাই যথেষ্ট যে, যা হারাম তা বেশি পরিমাণ যেমন হারাম, অল্প বা সামান্য পরিমাণও হারাম। সামান্য পরিমাণ বলে জায়িয হবে কিংবা কোন অসুবিধা হবে না এটা কোথায় রয়েছে? কোথাও নেই। উদাহরণস্বরূপ বলা যায় যে, এক কেজি বা দুই কেজি দুধের মধ্যে সামান্য পরিমাণ গো চনা বা গোবর মেশানো হলে সে দুধ খাওয়া কি জায়িয হবে? এবং সেটা জানলে কেউ কি সে দুধ খাবে? কখনো নয়। দুধের ক্ষেত্রে সামান্য পরিমাণ হারাম মেশালে যদি সেটা খাওয়া নাজায়িয হয় এবং কেউ সেটা খেতে বা পান করতে রাজী না হয়, তাহলে সামান্য পরিমাণ হারাম অ্যালকোহল মেশানো তরল বা কোমল পানীয় পান করা বা খাওয়া কি করে জায়িয ও শরীয়তসম্মত হতে পারে? কস্মিনকালেও তা জায়িয ও হালাল হবে না।অর্থাৎ, RedBull, energy drink, এটা হারাম খাবার। [কপিরাইট]

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

এটি অতি পান করায় যদি কারো অল্প পরিমানও নেশা চলে আসে তাহলে হারাম,,  এছাড়াও এগুলোর ৩০ টি ক্ষতিকর দিক আছে

Talk Doctor Online in Bissoy App