Call

ইউটিউবে ভিউএর উপর নির্ভর ভিত্তি করে কোন টাকা আর্ন হয়না । ইউটিউবে ভিডিও আপলোড এর পরে প্রথমত 1 হাজার সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন এর জন্য আবেদন করা যায় । আবেদন করার পর ইউটিউব কর্তৃপক্ষের যদি মনিটাইজেশন অন করে দেন তাহলে আপনি ভিডিও আপলোডের মাধ্যমে আর্ন করতে পারবেন ‌। সিস্টেমটা হচ্ছে মনিটাইজেশন অন করার পর ভিউয়াররা যখন আপনার ভিডিওগুলো দেখবে তখন ইউটিউব কর্তৃক কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন ভিউয়ার দের সামনে শো করবে এবং যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে ক্লিক করা হবে বা দেখা হবে তত বেশি আর্ন হবে । আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App