Waruf

Call

যখন বস্তু কোন কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন দুটি বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। একটি হচ্ছে কেন্দ্রমুখী বল, অপরটি হচ্ছে কেন্দ্রবিমুখী বল। গতির সাথে যখন এই বল ভারসাম্যে থাকে তখন কেন্দ্রে পতিত হয়না আবার ছিটকেও যায়না। নীলস বোরের পরমাণু মডেল অনুসারে ইলেক্ট্রন শক্তি শোষন বা বিকিরন করে কক্ষপথ পরিবর্তন করতে পারে। কিন্তু বাহ্যিক শক্তি ব্যতিত ইলেক্ট্রনের স্পিন সংখ্যা পজেটিভ ও নেগেটিভ ভারসাম্যে থাকে(প্লাঙ্ক) ফলে সামগ্রিক পদার্থের পরিবর্তন হয়না, তবে নিজ স্থানে থেকে ইলেকট্রন তরঙ্গ ছড়াতে পারে(ডি ব্রগলী)। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ