শেয়ার করুন বন্ধুর সাথে
Kamil Ahmad

Call

বিদ্যুৎ পরিবাহী পদার্থ: সাধারণত ধাতু সমূহই বিদ্যুৎ পরিবাহী পদাথ।যেমন:-
তামার তার, রূপা, সােনা, অ্যালুমিনিয়াম, পারদ, ইত্যাদি।

বিদ্যু অপরিবাহ পদার্থ: সকল অধাতুর বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ।যেমন:-
কাঠের টুকরা,প্লাষ্টিক,কাঁচ,পলিথিন,রাবার ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যে সকল পদার্থর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয়, বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপ্রিবাহী পদার্থ বলে । সাধারণত সব ধাতুই কম-বেশি ভালো বিদ্যুৎবাহী । উধাহারণে রূপা, তামা, অ্যালুমিনিয়াম বিশেষ উল্লেখযোগ্য । ধাতব পদার্থ ছাড়া মাটি, প্রাণীদেহ, কার্বন, কয়লা পরিবাহকের কাজ করে ।


বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ –


রূপা (As)

তামা (Cu)

অ্যালুমিনিয়াম (Al)

সোনা (Ag)

টাংস্টেন (Tn)

দস্তা (Zn)

ক্যাডমিয়াম (Cd)

পিতল (Brass)

লোহা (Fe)

টিন (Sn)

নিকেল (Ni)

ইস্পাত (Steel)

জার্মান সিলভার (Alloy)

সীসা (Pb)

ম্যাঙ্গানীজ (Mn)



বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা

বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ –


অ্যাসবেসটস (Asbestos)

ব্যাকেলাইট (Bakelite

কাচ (Glass)

এবোনাইট (Ebonite)

গাট্টা পার্চ্চা (Gutta Percha)

মাইকা (Mica)

তেল অনুষিক্ত কাগজ (Oiled Paper)

শুষ্ক কাগজ (Dry Paper)

প্যারাফিন (Parafin)

পলিথিন (Polythin)

চীনামাটি (Porcelain)

রবার (Rubber)

সে্ললট পাথর (Slate Stone)

মার্বেল পাথর (Marbel Stone)

শুকনো কাঠ (Dry Wood)

বার্নিশ করা মিহি কাপড় (Vernished Cloth)


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ