ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এ "ইলেক্ট্রনিক্স"সাবজেক্ট টা কেমন? আর দেশে এর মূল্য এবং চাহিদা কেমন?মাসিক বেতন কতো?জানলে বলেন ভাইয়া।
শেয়ার করুন বন্ধুর সাথে

 ইলেকট্রিক্যাল নিয়ে ভালো করে পড়তে পারেন। অন্যান্যগুলোও ভালো কিন্তু চাকরী পাওয়ার ক্ষেত্রেও ডিমান্ডেবল সাবজেকক্ট হিসাবে ইলেকট্রীক্যাল ও সিভিল সর্বোচ্চ বিষয় ইন্জিনিয়ারিং জগতে। দেশে মুল্য ভাই অনেক। ভাই মাসিক বেতন সেটা বলা যাবে না আগেই। সেটা আপনার দক্ষতার উপর। আপনার দক্ষতা যত বেশী হবে আপনার বেতন ও ততই বাড়তে থাকবে। আপনি যদি ডিপ্লোমার পর বি.এস.সি করেন তবে আপনার আর কোন চিন্তা নেই। আপনি নির্ধিধায় অনেক ভালো চাকরী পাবেন। কিন্তু আপনাকে অবশ্যই ভালো জ্ঞান ও দক্ষতা থাকতেই হবে। ইলেকট্রিক্যালের চাহিদা ভাই খুবই বেশী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ