আমি একটা নতুন wadpress দিয়ে ওয়েব সাইট করলাম কিন্তু ওয়েব সাইটে avro দিয়ে বাংলা পোস্ট বা নতুন catagori পেজ etc বানানো যায় না বানালে এমন হয় ????????????? আমি কি এবং কি প্রথম আলো পেপারের নিউজ copy করলেউ ???? এমন আসে প্লিজ হেল্প? ব্রাউজার চেঞ্জ করছি kyboard ও কিন্তু কাজ হয় না আবার অন্য ওয়েব সাইটে কাজ হচ্ছে....একই kybord brawser দিয়ে প্লিজ হেল্প?
Share with your friends
aktohin

Call

থিম চেঞ্জ করে দেখুন। আপনি যে থিম ব্যবহার করেছেন, তাতে সকল ভাষা সমর্রথনের জন্য কোডিং করা হয়নি। 

অথবা, Dashboard এ গিয়ে editor এ যাবেন। সেখান থেকে header .php ফাইলটি ওপেন করবেন, তারপর head tag-এর মাঝে <meta charset="UTF-8"> লাইন্টা লিখে দিবেন।

নিচের কোডটি দেখুন, তাহলে সুবিধা হবে।
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta charset="UTF-8">
</head>


Talk Doctor Online in Bissoy App