আমার একটি ডেক্সটপ পিসি আছে বয়স/ব্যাবহৃতঃ ১ বছর ব্যাবহারিত হয়ঃ বাসা/বাড়িতে কিন্তু এখন আমি বাড়ির বাইরে যেয়ে অন্য শহরে থেকে পড়ালেখা করব আর আমার সাথে কম্পিউটার নিয়ে যাওয়াও সম্ভব নয় আর আমার বাসায়ও কেউ নেই যে কম্পিউটার অন করতে পারে। এখন আমার প্রশ্ন আমার কম্পিউটার টি কত দিন একাধারে ব্যাবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে ???? এটা জানি যে, একাধারে ১ সপ্তাহ ব্যবহার না করলে কোন সমস্যা হয় না।
শেয়ার করুন বন্ধুর সাথে

যদি কোনো রকম জং না ধরে তাহলে ২ মাস বা তার বেশি ভালো থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ