ভাই একটা জিনিস আমি বুঝলাম না,,,সেটা হল বিস্ময়.কম এ আমরা প্রশ্ন করি এবং তার উত্তর পাই।প্রশ্ন করার কারনে যদি আমার পয়েন্ট কাটা হয় তাহলেত প্রশ্ন না করাই ভালো।আর আমরা যারা বিস্ময়.কম এ এ্যাকাউন্ট খুলেছি আমাদের প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর পাওয়া।আর এই কারনেই আমরা প্রশ্ন করে থাকি।এতে যদি আমাদের পয়েন্ট বিয়োগ হয় তাহলেত প্রশ্ন না করাই ভালো।প্রশ্ন করলে ১/২ পয়েন্ট বোনাস দেওয়া উচিত বলে আমি মনে করি।।আপনারা সবাই আমার সাথে কি একমত???
শেয়ার করুন বন্ধুর সাথে

একমত না।কিনতু পয়েন্ট না কাটলে ভালো হতো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পুর্বে প্রশ্ন করলে ১পয়েন্ট দেওয়া হত । কিন্তু অনেকে পয়েন্ট পাওয়ার জন্য অযথা প্রশ্ন করে পয়েন্ট বাড়াত । আর এটা বন্ধ করতে এবং অযথা কোন প্রশ্ন থেকে সদস্যকে বিরত রাখতেই বিস্ময় এখন প্রতিটা প্রশ্নের জন্য ১পয়েন্ট কেটে নেয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
একমত নই।
এ পয়েন্ট কাটার কাজটি করা হয়েছে পয়েন্টের ভারসাম্য রক্ষার্থে। আর আপনার কথামতো যদি পয়েন্ট বোনাস দেয়া হয় তবে তো কারো উত্তর প্রদানেরই প্রয়োজন থাকলো না। নীতিনির্ধারকেরা এসব বিষয় চিন্তা  করেই এ নিয়ম চালু করেছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইয়া এইটা এমন একটা প্লাটফর্ম যেখানে নিজের প্রশ্ন করতে পারবেন এবং অন্য জনের প্রশ্নের উত্তর দিতে পারবেন । হা এইটা সাইটে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হবেন । এখন যদি কেউ প্রশ্ন করে বোনাস পায় তাহলে তো সবাই প্রশ্নই করে যাবে তাহলে তো উত্তর প্রদান করতে কেউ আগ্রহী হবে না । আর জানেননি তো ভাল কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয় । আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার যুক্তি নেহাত মন্দ নয়|তবে বিস্ময় আনসারস যে আমাদেরকে এরকম একটা বড় উন্মোক্ত কমিউনিকেশন/প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে সেজন্য আমরা খুব গর্বিত|যেকোনো সমস্যার সমাধান পাচ্ছি|আর প্রশ্ন করার জন্য পয়েন্ট দিলে সবাই শুধু প্রশ্নই করবে,উত্তর দিতে তখন কেউ আগ্রহবোধ করতে নাও পারে|সেক্ষেত্রে এখন ঠিকই আছে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ