আমার গাল ভাংগে গেছে সে জন্য কি কনো medicine আছে যা জা আমার উজন গাল টিক হয়ে জাবে।?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

বয়ঃসন্ধিতে অনেকেই চাপা ভাঙ্গার কথা বলে থাকে, আসলে এটি শরীরের স্বাভাবিক ক্রিয়া। বয়ঃসন্ধিতে শরীরের অনেক কিছুতেই পরিবর্তন আসে। তাই এটা নিয়ে না ভেবে নিয়মিত পুষ্টিকর খাবার দাবারের প্রতি মনোযোগ দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। শারীরিক কোনো দুর্বলতা বা রোগ থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে। চাপা ভাঙ্গা ফোলানোর জন্য কোনো ঔষধ নাই। অনেকে স্টেরয়েড বা স্টেরয়েড মিশ্রিত ঔষধ খেয়ে চাপা এবং শরীর মোটা করে থাকে, যা লিভার কিডনির সমস্যা হয়। স্টেরয়েড মিশ্রিত ঔষধ বা স্টেরয়েড খাওয়ার পরিণাম কী হয় তা জানতে দুটি লিংকে দেখুন।




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই আমি মনে করি এসবের  জন্য ঔষধ থেকে দূরে থাকাটাই ভালকারন এগুলো এক দিকে তুমার উপহার করিবে আর একদিকে ক্ষতি করিবে তাই এসব না খেয়ে নিয়মিত ঘুমান পুষ্টিকর খাবার খান আজে বাজে চিন্তা থেকে দূরে থাকুন দেখবেন আপনার সমপূর্ন শরীরটাই ভাল থাকবে এবং সাস্থও ভাল থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ