makahjad

Call

ভাই আপনার উচ্চতা হারে ওজন কম, চিন্তা করার দরকার নাই, বয়স কম আছে। আপনার স্বাস্হ্য হবে। তবে কিছু দিক আপনাকে খেয়াল রাখা দরকার। যেমন টাইম অনুযায়ী খানা খাওয়া, সবসময় এক টাইমে ঘুম যাওয়া। কিছু পুস্টিকর খাদ্য খাওয়া। বাজে আড্ডা না দেওয়া। অসামাজিক কাজে না জড়ানো।

avir

Call

decason(dexamethason) 0.5mg আসলে ঔষুধ টি মূলত খাওয়ার পর মুখের রুচি বাড়ে, খুদা পায়, ডেকাসন এমন এক মেডিসিন যা ব্যথার ঔষুধ এর সাথে খেলে ব্যথার কাজ করে কাশির ঔষুধ এর সাথে খেলে কাশির কাজ করে থাকে, ডেকাসন খেলে মোটা হওয়া যায় তা পুরোপুরি সঠিক নয়, খাওয়ার চাহিদা বাড়ানোর ফলেই মূলত অনেকেই সেবন করে থাকে তবে এর প্বার্শ প্রক্রিয়া রয়েছে দীর্ঘ দিন খাওয়ার ফলে কিডনী তে পানি জমে যায়, এবং শরীর ফুলে যায় নিয়মিত পুষ্টিকর খাবার, ব্যায়াম, ঘুম যথেষ্ট পানি পান এইসবের মধ্যে থাকলে সাস্থ্য বাড়ানো যায় ঔষুধ এর দরকার পড়ে না।

Call

Healthfit খান ✔