image ১৫ দিন ধরে অন্ডকোষে মাঝে মাঝে ব্যথা। আমার কাছে মনেহয় অন্ডকোষ সক্ত হয়েগেছে ডাক্তার ধরে দেখেছে বল্ল ঠিকআছে। পেটের ডান দিকে ব্যাথা ও কুচ কির নিচে ব্যথা। ব্যাথা তীব্র না হালকা ব্যাথা। প্রাসাব হলুদ অনেক দিন ধরে। কষা সমস্যা আছে। গ্যাস্টিক এর সমস্যা আছে। ডাক্তার নিচে prescription যে ঔষাধ গুলো দিয়েছে এগুলো খেলে কি সমস্যা কমতেপারে? । আর prescription দেওয়া টেস্ট গুলো করতে কত টাকা লাগতে পারে?


Share with your friends
Jamiar

Call

যেহেতু টেস্ট দিয়েছে আপনি টেস্ট গুলো করুন এবং টেস্ট এর রিপোর্ট গুলো উক্ত চিকিৎসক কে দেখাবেন।এবং রিপোর্ট গুলো বিস্ময়ে দিবেন। 

আমি জানি না টেস্ট এ কত টাকা লাগবে তবে আপনি টেস্ট করার আগে ইহা হাসপাতালে জেনে নিতে পারেন।

আর প্রেসক্রিপশন দেখলাম মাত্র দুইটা ঔষধ দেওয়া আছে যা ব্যথা ও গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করবে যা হলো 

  •  Nofenac 100mg ব্যথার জন্য
  •  progut 20 গ্যাস্ট্রিক এর জন্য।
তবে আপনি আপাতত উক্ত ঔষধ গুলো খান এবং যত সম্ভব টেস্ট গুলো করতে পারেন। 
Talk Doctor Online in Bissoy App