রাতে আপনার শরীর পর্যাপ্ত পানি পায় না। ফলে, মূত্রে ইউরোক্রোমের ঘনত্ব তুলনামূলক বেড়ে যায়। একারণে, সকালে মূত্রের রং হলুদ বা হালকা হলুদ দেখায়। কিন্তু, সকালে পানি পান করলে, তার উল্টোটা ঘটে। ফলে, তখন তা সচ্ছ দেখায়। *প্রতিকারঃ রাতে ঘুমানোর আগে একটু পানি খেয়ে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পানি খেলে যেহেতু প্রসাব সাদা হয়ে যাচ্ছে অন্যথায় হলুদ হচ্ছে তাই  আপনি কিছু কাজ করলে হয়ত আপনার সমস্যা থাকবে না। 

  • আপনি পরিমাণ মতো পানি পান করুন।
  • প্রচুর পরিমাণে মৌসমি ফল খান। 
  • শাক সবজি বেশি করে খাবেন। 
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।
  • নিয়মিত ঘুমাবেন।
  • নিয়মিত গোসল করবেন। 
  • আখের রস বা শরবত খাবেন৷ 
বিষয়টি জটিলের দিকে চলে গেলে চিকিৎসকের পরামর্শ নিবেন৷ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ