Call

আপনি ভাজাপোড়া এবং বাহিরের খোলামেলা খাবার সম্পূর্ন খাওয়া ত্যাগ করুন। প্রচুর পরিমানে পানি পান করুন। গ্যাসের সমস্যার জন্য ওমিপ্রাজল খেয়ে না থাকলে ডাক্তার এর পরামর্শে ওমিপ্রাজল ৪০ mg দুইবেলা খাওয়ার ১৫ মিনিট আগে খাবেন আর খেয়ে থাকলে ডাক্তার এর পরামর্শে রেবিপ্রাজল ২০ mg দুইবেলা খাওয়ার ২০ মিনিট আগে খাবেন। সমস্যার সমাধান না হলে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
asraful

Call

Maxima mups20 ১+০+১-  ১ মাস খাবার আগে

Maxicon syrup-৩+৩+৩ -   ১০ দিন খাবার পর!

খান আশা করি ভালো ফল লাভ করবেন। 

ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চলিতে হবে-

*ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার,খাবেন না!

*রাতে শাক খাবেন না

*খাওয়ার সাথে সাথে শুয়ে পরবেন না। খাবার পর ১০ মিনিট হাটা চলা করুন সম্ভব না হলে বসে বসে পাইচারী করে শুয়ে পড়ুন।

*রোজ একই টাইমে খাবার খাবেন

*পুরোপুরি খালি পেটে থাকবেন না।

  * সকালবেলা ব্যায়াম করুন।

*দৈনিক ৬-৮ ঘন্টা ঘুমান

*অতিরিক্ত ঘুমাবেন না।

*মসলা জাতীয় খাবার খাবেন না।

*বিট-লবণ খাবেন না কিছু কিছু বিট লবণে মরিচের গুড়া মেশানো থাকে।

*বাহিরের খাবার খাবেন না।

* কফি খাবেন না,কারণ কফি ঘুমের ব্যাঘাত ঘিটায়।

*খাবার খাওয়ার সাথে সাথে চা/কফি খাবেন না,,,না খাওয়াই ভালো যদি খেতে চান খাবার ১ ঘন্টা পরে চা/কফি খাবেন।

ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন।          

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ