শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শরীর ঘামার পর এই ঘাম পরিবেশের তাপমাত্রার ও দেহের তাপের প্রভাবে বাষ্প হতে চাই। কিন্তু ত্বকের কাছাকাছি এই বাষ্প ঘটে আদ্রতা সৃষ্টি করে আবরন হিসাবে থাকে ফলে আর ঘাম বাষ্প হতে পারেনা। এছাড়াও বাষ্প হতে আপেক্ষিক সুপ্ততাপ শোষন করে ঘামের পানি। কাজেই বাতাস লাগলে আদ্র বাতাসের আবরন চলে যেয়ে বাষ্পের হার বেড়ে যায়। আর যতই ঘাম বাষ্প হতে থাকে ততই ঘাম ত্বক থেকে সুপ্ততাপ গ্রহন করে বাষ্প হয়ে চলে যায়। একারনে শরীর শীতল ভাব বা আরামদায়ক মনে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ